ঝড় প্রতিবেদন।। চট্রগ্রাম থেকে প্রকাশিত অনলাইন দৈনিক ঝড় এর নির্বাহী সম্পাদক ও cw shipping and trading co.ltd এর প্রজেক্ট ম্যানেজার ঝড় আমীনের আজ জন্ম দিন।
১৯৯৫ সালের ১৬ সেপ্টেম্বর দিনাজপুরস্থ রাম নগরে ঝড় আমীন জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবনে চট্রগ্রাম, দিনাজপুর এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করলেও ঠাকুরগাঁও থেকে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ডিপ্লোমা পাশ করার পর
সহকারী প্রকৌশলী হিসাবে
iconic এ এবং প্রজেক্ট ম্যানেজার হিসাবে ocean truck logistic এ চাকুরী করেন।
চাকুরীর পাশাপাশি শখের বশে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ঝড় এ সাংবাদিকতা শুরু করে।
তার জম্ম দিন উপলক্ষে বদলে দাও ঠাকুরগাঁও এর আহবায়ক ডেপুটি হেড অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক, ঠাকুরগাঁও ল কলেজের অধ্যক্ষ তাহমিনা মোল্লা, জাতীয় পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, লেখক কবি আজমত রানা, ঠাকুরগাঁও পৌর কাউন্সিলর দ্রোপদি দেবী আগার ওয়ালা, ঠাকুরগাঁও এর বিশিষ্ট লেখক, কাজল রেহমান, বাংলাদেশ মহিলা আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ডেনিস ইসলাম, দৈনিক ঝড় এর ব্যাবস্থাপনা সম্পাদক যুব লীগ নেতা মোঃ গিয়াস উদ্দীন, যুব মহিলা আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার প্রচার সম্পাদক নুসরাত আমান আশা, যুব লীগ পীরগঞ্জ পৌর শাখার সাধারন সম্পাদক শাহজালাল বাবু, দৈনিক রাণীশংকৈল নিউজের সম্পাদদক মোঃ পেয়ার আলী প্রমুখ শুভেচ্ছা জানিয়েছেন।