প্রথা বা বিজ্ঞান কে পাশ কাটিয়ে গত ছয় মাসে সনাতনী পদ্ধতি তে অন্তত ২০ ছোট বড় কাঁচাবাজার, গ্রোসারি শপ ঘুরে লক্ষ্য করেছি যে নিত্যপণ্যের বাজার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে। ন্যূনতম ১৫০%, ২০০% কোন কোন ক্ষেত্রে আড়াই গুণ পর্যন্ত মূল্যবৃদ্ধি ঘটেছে। এ বিষয়ে পর্যালোচনা করলে প্রথমেই আসবে, সব সেক্টরে সীমাহীন দুর্নীতি, munafaloovIdee niyontroNhIn বাজার সিন্ডিকেট, বিদেশে টাকা পাচার, টাকা ছাপিয়ে বৈদেশিক মুদ্রার সংকট সামাল দেয়া, ক্ষমতায় থাকা না থাকা নিয়ে ক্ষমতাসীন দলে বড় বড় ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত… তাদের অস্থিরতা, মুদ্রাস্ফীতি রেকর্ড ছুয়েছে। ব্যাংকগুলোর নগদ তারল্যের সংকট, রেমিট্যান্স প্রবাহের ধীরগতি, প্রতিবেশী দেশ ভারতের রুপির সাথে টাকার ব্যাপক দরপতন।
এ অবস্থায় সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঁচবেন কি করে ?
এক সমীক্ষায় দেখা গেছে ২০২০ থেকে ২০২৩ এর জুন মাস অব্দি ১০-১২% মানুষজন নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। জীবিকা নির্বাহ করতে পারছেন না।
সামাজিক সুরক্ষা বলয়ে কোনরকমে মানুষজনদের কোনরকমে বাঁচিয়ে রাখা হয়েছে। পুরো আলোচনায় গেলে বলতে হয়, সামাজিক সুরক্ষা আজকের দুনিয়ার প্রেক্ষাপটে বাতিল কনসেপ্ট। ১ থেকে দেড় কোটি মানুষকে খাইয়ে-দাইয়ে কর্মক্ষম করে রাখা হয়েছে। শাসকশ্রেণীর এও এক প্রাচীন প্রথা।