—– যেন নিঃশব্দ আততায়ী —–
লেখক /সাংবাদিক এম বাদল খন্দকার, প্রচার সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা, সরাইল উপজেলা। ,
মাতূকার নেতা—– ঘোরাফেরা করে —– চোখের মনির আয়নার —দ্যাখে প্রানের প্রতিবিম্ব! ভেজা চোখ অজস্র জলে ভরা শেখ হাসিনার দু’নয়ন ? শেখ হাসিনার —– অবসাদের নীলে ভরে যায় চোখ — পূথিবীর বাতাসে মিশে আছে শত সহস্র বুকের দীর্ঘ শ্বাস! —–শুধু —– চিরচেনা এক কন্ঠ ভেসে যাচ্ছে,,,,, বাতাসের সংস্পর্শে এসে গভীর রাতের জোছনার স্নান সেরে যখন পিতার কোলে যুগল বন্দি ঘুমিয়ে পড়তো! তখন এই সভ্য সমাজের অসভ্য নরপশু—– কেড়ে নিলো ঢাকা ধানমন্ডি ৩২ নাম্বায় বাড়ীতে ,,,,, সে কালো রাতে (১৯৭৫, ১৫ আগষ্টে সে জাতির পিতা শেখ মুজিবুর রহমান তথা তার পুরা পরিবারকে —– প্রানে বেঁচে গেল দু’বোন শেখ হাসিনা, শেখ রেহেনা ভাগ্যগুনে ছিল দু’ বোন দেশের বাহিরে? আহা দিন রাত বৃষ্টি হয়ে ঝরে যার—– দু’বোনের চোখ থেকে জলের মেঘ,,,,, পতন কাংব্য আহত তারুণ্য আমি —– সারারাত সাঁতরায় শূন্যতার নীলে?