স্টাফ রিপোর্টারঃচাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন যায়গায় ইজিবাইক চুরি করে খোলা অংশের বিভিন্ন পার্টস বিক্রি করতো এ চক্র।
গতকাল (১৬ সেপ্টেম্বর) রাত ১১ টায় সদর উপজেলার রানীহাটি কৃষ্ণ গোবিন্দপুর এলাকা থেকে এ চক্রকরের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দু'টি ইজিবাইক জব্দ করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন, পৌর এলাকার বড় ইন্দ্রারা মোড়ের মোঃ সাদিকুল ইসলামের ছেলে মোঃ আইয়ুব নবী (২৬) পৌর এলাকার মসজিদ পাড়া একই গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ সাগর আলী (২৪) মৃত আঙুর আলীর ছেলে মোঃ আলী হোসেন (২৫) মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ মিনার (২৩)।
আজ সকাল ৯ টায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ কাম্প র্যাব-৫ এর মেইল পাঠানো পেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা জেলার বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি করে বিভিন্ন খোলা অংশ ভিন্ন ভিন্ন স্থানে বিক্রি করতো। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পূর্বেও চুরি এবং মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং