পঞ্চগড় প্রতিনিধি।।
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ওই মেলার আয়োজন করছে। গতকাল রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের পদস্থ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্য, ইউপি সচিব, গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মেলায় ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তরসহ ২২টি স্টলে তাদের কার্যক্রম তুলে ধরছে। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং