পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের দেবীগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ৮ নম্বর ওয়াড দল ১-০ গোলে ছয় নম্বর ওয়ার্ড দলকে হারিয়ে জয়লাভ করে।
স্থানীয় সরকার দিবস উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভা আয়োজিত এই টুর্ণামেন্টের খেলাটি সোমবার বিকালে দেবীগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। আগামীকাল একই স্টেডিয়ামে চার নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডের মুখোমুখি হবে।
দেবীগঞ্জ পৌর মেয়র আবু বকর সিদ্দীক আবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামে›ে উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, পৌর কাউন্সিলরবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
টুর্ণামেন্টে মোট নয়টি দল অংশ নিচ্ছে।