1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার দেশে বাড়ছে রাজনৈতিক – আওয়ামী লীগের ঝটিকা মিছিল চীনের হাসপাতাল।। পঞ্চগড়ে করার দাবিতে উত্তাল পঞ্চগড়।। মুসল্লিদের অবস্থান মানববন্ধন আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে শৈশবের খেলাধূলা চার মাসের সন্তানকে বিক্রি করে দেহকে সাজসজ্জা ও মোবাইল কিনলেন মা! টাকা  /  নীলিমা আক্তার নীলা বৈষম্যহীন সিদ্ধান্ত নিয়ে চীনা হাসপাতাল পঞ্চগড়ে করতে হবে – রাশেদ প্রধান পঞ্চগড়ে চীনের অর্থায়নে হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন নরসিংদীতে সাত বছর ধরে বদলি ছাড়াই এক পদে কর্মরত ইকরামুল হাসান, দুর্নীতির পাহাড় গড়ে হয়েছেন কোটিপতি

নাসিরনগরে দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে আওয়ামী লীগের দুগে হানার চেষ্টা বি এন পির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে
  • এম বাদল খন্দকার, (ব্রাক্ষনবাড়ীয়া) , স্বাধীনতার পর দীর্ঘ দিন ঘুড়ে ফিরে জাতীয় পাটি আর আওয়ামী লীগের দখলে থাকা নাসিরনগরের আওয়ামী লীগের দুগে এবার হানা দেওয়া চেষ্টা চালাচ্ছেন বি এন পি। বতমানে নাসিরনগরের বি এন পি আগের চেয়ে এখন বেশ শঔিশালী অবস্হানে রয়েছেন।আওয়ামী লীগের অন্তঃকোন্দল দলীয় ফাটলের সৃষ্ট সমাধান না হলে এবার ব্রাক্ষনবাড়ীয়া ১ আসন টি প্রায় নিশ্চিত চলে যেতে পারে বি এন পির দখলে।আর একবার এ নাসিরনগর আসনটি বি এন পির দখলে নিতে পারলে তা আর পুনঃরোদ্ধার করা অসন্ভব এমন ধারনাই করছে সাধারণ জনগন। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নিবাচন সিইসির ঘোষণা অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে এ জাতীয় নিবাচন। জাতীয় সংসদ নিবাচন কে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছে, আওয়ামী লীগ, বি এন পি, জাতীয় পাটি, সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রাথীরা। দেশের বড় দুই দল আওয়ামী লীগ, ও বি এন পি থেকে এবারের নিবাচনে একাধিক প্রাথী মাঠে চষে বেড়াচ্ছেন।তবে বি এন পি থেকে দুজনের নাম শোনস গেলেও আওয়ামী লীগে একাধিক প্রাথীর নাম শোনা যাচ্ছে। তাছাড়া ও ইসলামী ফ্লন্ট,নেজামে ইসলাম, বাসদ,আর জাতীয় পাটি থেকে একক প্রাথীর না শোনা যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের বতমান সাংসদ বি এম ফরহাদ হোসেন ( সংগ্রাম) এম পির পাশাপাশি আওয়ামী লীগের নৌকা প্রাথী হিসেবে কেন্দ্রীয় কৃষক লীগের অথ বিষয়ক সম্পাদকঃ ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ নাজির মিয়া ও তার সহধর্মিণী নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রোমা আঔার দীর্ঘ দিন যাব্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। অপর দিকে এক সময়ের নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ টি এম মনিরুজ্জামান সরকার উপজেলা সদরে তিনি ব্যঔিগত অফিস খোলে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারন মানুষের সাথে দলীয় কাজকম চালিয়ে যাচ্ছেন। এছাড়া ও আওয়ামী লীগের প্রাথী হিসেবে যুক্ত রাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এ,কে,এম,আলমগীর, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম,এ করিম, নুরপুর গ্রামের প্রভাষক ইমরান হাই জাবেদ, ইন্জিনিয়ার এম,আই কামাল নৌকায় প্রাথী হিসেবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বি এন পির দুদিনের কান্ডারী যিনি দীর্ঘ দিন যাব্য বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসাবে আছেন বিশিষ্ট শিল্পপতি সৈয়দ একরামুজ্জামান সুখন।বি এন পির প্রাথী ছাড়া ও সম্প্রতি নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন ডেকে মত বিনিময় করে বি এন পি থেকে নিবাচন করায় ঘোষণা দিয়েছেন এডঃ কামরুজ্জামান মামুন। ইসলামী ফ্লন্ট থেকে নিবাচন করায় ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব কাজী এডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল। নেজামে ইসলাম পাটি প্রাথী দলের নিবাহী সভাপতি এ,কে এম আশরাফুল হক,ও বাসদ থেকে মোঃ বকুল খান।জাতীয় পাটি প্রাথী মুহাম্মদ শাহনুল করিম গরীবুল্লাহ সেলিম, এক সময় জাতীয় পাটির ঘাটি হিসেবে পরিচিত ছিল নাসিরনগর এখন জা,পা পড়েছে অস্তিত্ব সংকটে।সাবেক সাংসদ মোজাম্মেল হক ( কাপ্তান মিয়া) সৈয়দ মোশেদ কামাল এম পি,রেজোয়ান আহম্মদ, কামাল চৌধুরী, মোঃ শাহ আলম চেয়ারম্যান, ওবায়দুল হক মত জাতীয় পাটির নেতাদের শুন্যতায় কারণে নাসিরনগরে জা পা আজ পড়েছে অস্তিত্ব সংকটে।এখন নাসিরনগরে জাতীয় পাটি শেষ ভরসা শাহানুল করিম গরীবুল্লাহ সেলিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং