খুশু হাজারী, বিশেষ প্রতিনিধি।। ভারত ও কানাডার মধ্যে সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। দেশ দুইটির মধ্যে দ্বন্দ্ব এখন আরও প্রকাশ্যে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চাঞ্চল্যকর এক দাবি করেছেন। এরপর দেশটি ভারতীয় একজন কূটনীতিককে বহিষ্কার করে। এর পাল্টা জবাব দিয়েছে ভারতও। দেশটিও কানাডার কূটনীতিককে আগামী পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়।
গতকাল সোমবার পার্লামেন্টে জাস্টিন ট্রূডো বলেছেন, কানাডার নাগরিক ও প্রখ্যাত শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার নেপথ্যে ভারত সরকারের এজেন্টদের যোগসূত্রের বিশ্বাসযোগ্য অভিযোগ আমাদের কাছে আছে। এমন দাবির পরই দেশটি ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে।
ট্রূডো আরও বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা হরদীপ সিং হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে তার সরকার সকল পদক্ষেপ নেবে।
ট্রুডোর এমন মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটি ট্রুডোর এমন অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কানাডার রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রকাশ্যে এই জাতীয় উপাদানগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করা গভীর উদ্বেগের বিষয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়েছে, কানাডা দীর্ঘ সময় ধরে ভারতের নিরাপত্তার প্রতি হুমকিস্বরুপ ‘খালিস্তানি সন্ত্রাসী ও চরমপন্থীদের’ আশ্রয় দিয়ে আসছে।
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় হারদিপ সিং নিজ্জারকে।
এর আগে চলতি সপ্তাহে কানাডার সরকার ভারতের সঙ্গে তাদের বাণিজ্যচুক্তি স্থগিতের ঘোষণা করে। দুই দেশের মধ্যে এ চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও কানাডার বাণিজ্যমন্ত্রীর মুখপাত্র শান্তি কসেন্টিনো ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিতের কথা নিশ্চিত করেছেন।
কসেন্টিনো বলেছেন, আমরা ভারতের সঙ্গে আসন্ন বাণিজ্যচুক্তি স্থগিত করেছি। তবে ঠিক কী কারণে ভারতের সঙ্গে এ চুক্তি স্থগিত হলো-তা জানায়নি দেশটি। অন্যদিকে ভারতের কর্মকর্তারা জানান, রাজনৈতিক ইস্যতে কানাডার সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিত হয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং