এম বাদল খন্দকার, ( ব্রাক্ষনবাড়ীয়া) ।। ব্রাক্ষনবাড়ীয়া জেলা নাসিরনগর উপজেলা বিভিন্ন ইউনিয়নে গ্রীস্মকালীন টমেটো চাষ করে কয়েক কোটি টাকার স্বপ্ন বুনছেন হাজারো কৃষক। উপজেলা কৃষি অফিস সুএে জানা গেছে হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলা থেকে এবার বাজার জাত হবে অন্তত ২১ কোটি টাকার টমেটো। এছাড়াও সমস্ত জেলার এবার ৫০ কোটি টাকার টমেটো ঐয়বিঐয় হবে।টমেটো আবাদে কমসংস্হানের সুযোগ সৃষ্টি হয়েছে কয়েকশ মানুষের। বষা মৌসুমে উপজেলার চারদিকে পানি থাকার কারণে স্হানীয় দরিদ্র বাসিন্দারা বেকার থাকে। নাসিরনগরে এবছর পতিত প্রায় ৫৩ হেক্টর জমিতে গ্রীস্মকালীন টমেটো চাষ হয়েছে আর বেসরকারি ভাবে লক্ষ্যমাএা আরও বেশি হবে বলে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুএে জানা গেছে। আবাদ কৃত টমেটো বাগান গুলোর বেশির ভাগই বাড়ির আঙিনায়। এসব বাগানে কমসংস্হান হয়েছে স্হানীয় কয়েকশ মানুষের। ফলন ভালো হওয়ার লাভবান হচ্ছেন কয়েকশ কৃষক। বাগান থেকেই আকার ও মানভেদে প্রতিকেজি টমেটো পাইকারি ৮০ থেকে ১০০ টাকার বিঐি হচ্ছে। উপজেলার কয়েক টি মাঠ ঘুরে দেখা যায়। অনেক মানুষ কাজ করছেন টমেটো জমিতে।কেউ সুতা দিয়ে গাছ বাঁধছেন।,কেউ ঘাস পরিস্কার করছেন কেউ আবার ঔষধ ছিটাচ্ছেন।জমির মালিকের কাছ থেকে চুঔিতে জমি নিয়ে টমেটো চাষ করছেন আবার অনেকেই।উপজেলা পূবভাগ ইউনিয়নে গিয়ে দেখা মেলে টমেটো চাষী হাশিম মিয়ার(৮৫)এ সময় তিনি তিন ছেলে কে নিয়ে জমি থেকে পাকা টমেটো তুলছেন। চাষী হাশিম মিয়া জানায় সারা বছর এই জনি পতিত থাকতো। হঠাৎ করে কয়েক মাস আগে কৃষি অফিস থেকে একজন লোক এসে বলেন গরমের মাঝেও টমেটো চাষ করা যায়।পরে তাদের পরামর্শ মতে ৪০ হাজার টাকা খরচ করে জমিতে টমেটো লাগাই।এখন পষন্ত ২ লাক টাকার টমেটো বিঐি করেছি।আশা করছি আরও দেড় লাক টাকার টমেটো বিঐি করা যাবে। উপজেলা কৃষি কমকর্তা আল মামুন বলেন,, নাসিরনগরে এবছর প্রায় ৫৩ হেক্টর জমিতে টমেটোর আবাদ করা হয়েছে। অন্তত ২১ কোটি টাকার কেনাবেচা হবে।স্হানীয় সবজি পাচ্ছেন এলাকাবাসী,চাষিরা ও লাভবান হচ্ছেন। আগামী বছর এ উপজেলার আরো টমেটো চাষীর সংখ্যা বাড়বে বলে আশাবাধ ব্যাঔ করেন এ কমকর্তা।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং