পঞ্চগড় প্রতিনিধি।।পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন। এ সময় তিনি বলেন, সারাবিশ্বের মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের খেলাধুলার সবচেয়ে বড় আয়োজন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট। শিশুদের খেলাধুলায় আকৃষ্ট করা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য বর্তমান সরকার প্রতিবছর সারাদেশে এ আয়োজন করে আসছে। জাতীয় সংগীতের তালে তালে জাতীয়, টুর্ণামেন্ট ও উপজেলা ভিত্তিক পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অতিথিরা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. মোসলেমউদ্দিন শাহ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুল হক মনির উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বালক বিভাগে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হারিয়ে জয়লাভ করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র হয়।
অপরদিকে বালিকা বিভাগে বোদা উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে পঞ্চগড় সদর উপজেলার বানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।
আগামীকাল একই মাঠে আলোয়াখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখো হবে।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত টুর্ণামেন্টে উভয় বিভাগে ১০ টি দল অংশ নিচ্ছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং