পঞ্চগড় প্রতিনিধি।।পঞ্চগড়ে যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ‘নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ’ (যুক্ত) প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে ওই সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকছুদুল কবীর। নাগরিক সমাজ সংগঠনের সভাপতি উদয় কুমার ঘোষের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক সোহরাব হোসেন ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম। সংলাপ সঞ্চালনা করেন যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিলকিস বেগম। সংলাপে জেলার বিভিন্ন উপজেলার নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
সংলাপে প্রধান অতিথি মকছুদুল হক বলেন, যুব সমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। তিনি চলমান বিভিন্ন প্রশিক্ষণের বিবরণ দিয়ে বলেন, জেলার প্রত্যন্ত এলাকার যুব পুরুষ ও নারীরা যেন এসব প্রশিক্ষণে সুযোগ পায় এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং