মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি// ক্রেতাদের তথ্যমতে আলুর দাম পাইকারী ও খুচরা মূল্যে কেজিতে ৩-৪ টাকা বেশিসহ মূল্যসহ তালিকা না রেখে এসব কারসাজি করছিল কিছু অসাধু ব্যাবসায়ী । যেখানে আলুর খুচরা মূল্য ৩৯-৪০টাকা কেজিতে বিক্রি হচ্ছিল,অভিযানের পর তা নেমে আসে ৩৫- ৩৬টাকায়,জরিমানা করা হয় সেসব অসাধু ব্যবসায়ীদের ।
বুধবার দুপুরে বাহাদুর বাজারে যৌথ অভিযান করে জেলা,উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ।অভিযানকালে ৫টি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না রাখা সহ বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির অপরাধে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয় ।এছাড়া দোকানের সামনে মালামাল রেখে রাস্তায় যানজট সৃষ্টিকারীদের সতর্ক করা হয় ।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম ।তিনি বলেন,কৃষিপণ্যের নির্ধারিত মূল্য নিশ্চিতের মাধ্যমে বাজার মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং চলছে ।এছাড়া তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান ।উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী ,জেলা প্রশাসনের সহকারী কমিশনার দীপংকর বর্মন,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং