, এম বাদল খন্দকার ( ব্রাক্ষনবাড়ীয়া) ।। জনগুরুত্বপূর্ণ সড়কের একটি ব্রিজের মধ্যে সুষ্টি হওয়া গত দীর্ঘদিনে ও সংস্কার না করায় প্রতিনিয়ত চরম ভোগান্তিরতে পড়ছে হচ্ছে কয়েক হাজার জনগণের। ঘটনাটি ব্রাক্ষনবাড়ীয়া জেলা সরাইল উপজেলা অরুয়াইল সড়কের সরাইল উপজেলা সদর ইউনিয়নে বেপারী পাড়া এলাকায়। স্হানীয়,, আরজু মিয়া বলেন, সরাইল বেপারী পাড়া ব্রিজের মাঝখানে দীর্ঘদিন পূবে বড় ধরনের গতের সৃষ্টি হয়। দীর্ঘদিনে ও ব্রিজটি সংস্কার না হওয়ার এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তিনি আরও জানান ওই ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কারণে ব্রীজে প্রায়ই ছোট বড় দুঘটনা লেগেই রয়েছে। এলাকাবাসী সুএে জানা গেছে, সরাইল অরুয়াইল সড়কের বেপারী পাড়ায় নামক এলাকায় প্রায় অনেক বছর পূর্বে ব্রিজটি নিমাণ করা হয়। বিগত কয়েক বছর পূর্বে ওই ব্রিজের দুইপাশের রেলিং ভেঙে পড়ে আছে। আর ব্রিজের মধ্যে গতের সৃষ্টি হয়। ওই গতের কারনে ব্রিজ দিয়ে হালকা যানবাহন ও যাএী নামিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি ব্রিজটি দিয়ে ট্রাক,সি এন জি, মাইঐোবাস,প্রাইভেকারমোটরসাইকেল,ভ্যান,ও ইজিবাইক চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুঘটনা। মোঃ বাবুল মিয়া বলেন, ব্রীজটি খুবই ঝুঁকি পূর্ণ হয়ে পড়ছে। অতিসত্বর সংস্কার না করলে যে কোন সময় বড় ধরনের দুঘটনা সন্ভাবনা রয়েছে। সরাইল উপজেলা এল জি ই ডি প্রকৌশলী মোঃ আনিছুর ইসলাম ভুইয়া বলেন, এ ব্রিজটি নতুন ভাবে করায় প্রঐিয়া চলছে, অতি তাড়াতাড়ি হওয়া সন্ভবনা রয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং