পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল খেলায় বালক বিভাগে দেবীগঞ্জ উপজেলার মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বোদা উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে মাঝিয়ালী চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বালিকা বিভাগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে টেপ্রীগঞ্জ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মীনি বেগম ফজিলাতুনন্নেসা মুজিবের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং আজকের শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে সম্যক ধারণা প্রদান, স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিত করণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালে থেকে এ টুর্নামেন্ট দুইটি আয়োজন করে চলেছে।’‘চলমান আয়োজনে যে বাচ্চারা অংশগ্রহণ করছে। তারা ভবিষ্যতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করে দেশের ভাবিমূর্তি উজ্জ্বল করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বৃহস্পতিবার এ দুটি খেলা অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে উভয় বিভাগে ১০ টি দল অংশ নেয়। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দুটি দল বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ গ্রহণের সুযোগ পাবে। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং