এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।
খুলনা-৪ আসন রুপসা তেরোখাদা ও দিঘলিয়া থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাসী হয়ে আলহাজ্ব শিবাজী ফকির হাটে মাঠে ঘাটে প্রতান্ত অঞ্চলের সাধারণ মানুষের সাথে গণ সংযোগ ও মত বিনিময় করেন। তিনি বলেন আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগ এর রাজনীতি রক্তে মিশে আছে, আজও আমি আওয়ামীলীগ পতাকা তলে আছি। বাকী জীবন ও থাকব তিনি সাধারন মানুষকে বার বার একটি কথাই বলেন দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য,বার বার দরকার শেখ হাসিনার সরকার,আলহাজ্ব শিবাজী ফকির বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা, মানবতার মা দেশরন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি হয়েছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বলিষ্ঠ কন্ঠস্বরে আলহাজ্ব শিবাজী ফকির বলেন নিজের স্বার্থে নয় দেশ ও মানুষের স্বার্থে বার বার দরকার শেখ হাসিনা সরকার। তিনি সাধারন মানুষের উদ্দেশ্যে বলেন আপনি যে ধর্মের যে বর্নের,যে গোত্রের,বা যে ধর্মালম্বের মানুষ হোন না কেন সর্ব্বপরি আপনি বাংলাদেশি বাঙ্গালী জাতী,সেই মা মাটি দেশকে ভালোবাসলে,আর দেশের উন্নয়নের স্বিকার করলে শেখ হাসিনার বিকল্প নেই এটাই চিরন্তন সত্য। তিনি আরো বলেন মানবতার মা আমার শ্রদ্ধাভাজন মাননীয় প্রধানমন্ত্রী চাইলে এবং আওয়ামীলীগ আমাকে সমর্থন দিলে,আর সাধারন মানুষের ভালোবাসা নিয়ে আমি খুলনা- ৪ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচন করতে প্রস্তুত আছি, আলহাজ্ব শিবাজী ফকির বলেন আমি দিঘলিয়া গাজীরহাট ইউনিয়নের সাধারন একজন মুসলিম পরিবারের সন্তান,আমি সাধারন মানুষের পাশে থেকে,মানুষের ভালোবাশা আর মানুষের সেবা করাই আমার মুল উদ্দেশ্য, আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যসী আলহাজ্ব শিবাজী ফকির রুপসা তেরোখাদা ও দিঘলিয়া বাসীর ভালোবাসা প্রার্থনা করেন।