নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সংবাদ সম্মেলন ও মানববন্ধনে উপস্থিত বক্তারা নাছিমা আক্তার নামে এক নারীকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মামলাবাজ উল্লেখ করে নাছিমা ও তার পরিবারকে গ্রাম ছাড়া করা সহ মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া,মোহাম্মদ শহীদ মেম্বার, মোহাম্মদ হোসেন খাঁন, হাজী মোছা মিয়া, মো.ফরিদ মিয়া, আবুল ফয়েজ ,অবসরপ্রাপ্ত বিডিআর মাহবুবুল আলম, আশরাফুল্লা সবুজ ,মোহাম্মদ জাকির হোসেন , মোহাম্মদ শাহ আলম ,মোহাম্মদ মমিন মিয়া ,মোঃ আব্দুল হক, মোহাম্মদ বাসির মিয়া, মোহাম্মদ মোস্তাফিজুর সহ আরো অনেকেই।