খেলা প্রতিবেদক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে।।
বৃষ্টিতে বারবার মাঠ ছাড়তে হয়েছে ক্রিকেটারদের; সে কারণেই কি একটু বিরক্ত সৌম্য সরকার?
[caption id="attachment_3568" align="alignleft" width="300"] বিজ্ঞাপন [/caption]
বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ। দীর্ঘ অপেক্ষায়র পরও প্রবল বৃষ্টি না থামায় আজ সন্ধ্যা ৮টা ২৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা কর হয়। এর আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। মুস্তাফিজ ৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রানে নেন ৩ উইকেট।
৮ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়েছেন নাসুম।
মিরপুর শেরেবাংলায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। দুই দিক থেকে মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব পেস আক্রমণ শুরু করেন। ৪.৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি নেমে আসে।
তখন কিউইদের সংগ্রহ ৯ রান। দুই ঘণ্টার বেশি সময় ম্যাচ বন্ধ থাকার পর কর্তিত ৪২ ওভারে খেলা পুনরায় মাঠে গড়ায়। সপ্তম ওভারের প্রথম বলেই ব্রেক থ্রু দেন মুস্তাফিজ। তার একটি লেন্থ বলে ফিন অ্যালেনের (৯) দারুণ ক্যাচ নেন নুরুল হাসান সোহান।১৪ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিরতি ওভারে এসে আবারও মাতান ফিজ-নুরুল জুটি।
আবারও মুস্তাফিজের করা লেন্থ বলে চ্যাড বোয়েস (১) ক্যাচ তুলে দেন নুরুলের গ্লাভসে। ১৬ রানে কিউইদের দ্বিতীয় উইকেট পতন। এরপর উইল ইয়ং আর হেনরি নিকোলাস প্রতিরোধ গড়েন।
এই জুটি ভাঙতে ১৯তম ওভারে বোলিংয়ে আনা হয় মাহমুদ উল্লাহকে। ১০ মাস পর ওয়ানডেতে বোলিং করছেন মাহমুদ উল্লাহ। ২৪তম ওভারে আনা হয় সৌম্য সরকারকে। ৮৩ বলে ফিফটি তুলে নেন উইল ইয়ং। তৃতীয় উইকেটে ১১৭ বলে ৯৭ রানের এই জুটি ভাঙেন মুস্তাফিজ। ৫৭ বলে ৪৪ রান করা নিকোলাসকে তিনি এলবিডাব্লিউ করে দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি নিকোলাস।
এরপর ৩১তম ওভারে জোড়া আঘাত হানেন নাসুম। ৯১ বলে ৪ চার ১ ছক্কায় ৫৮ রান করা উইল ইয়ংকে দারুণভাবে স্টাম্পিং করেন নুরুল। চতুর্থ বলেই নতুন ব্যাটার রাচিন রবীন্দ্রকে (৩) লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসুম। ১২৩ রানে ৫ উইকেট হারায় কিউইরা। সন্ধ্যা ৭টায় খেলোয়াড়েরা মাঠে নামতেই ফের বৃষ্টি নামে। মাঠ ঢেকে যায় কাভারে। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করার কথা থাকলেও ৮টা ২৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং