ঝড় প্রতিবেদন।। দৈনিক আলো আধার, দৈনিক ঝড়, জনমত টিভির ষ্টাফ রিপোর্টার ও জাতীয় সাংবাদিক সংস্থার সরাইল উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম, এ, বাদল খন্দকার এর মমতাময়ী মাতা মিসেস রহিমা বেগম অসুস্থ হয়ে কুমিল্লা কোচাতলী মেডিকেল কলেজ এ চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক বাদল খন্দকার তার অসুস্থ মায়ের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।