-মোঃ আবু তাহের
বাবু,আমি গাঁও গেরামের লোক,
আমার আছে দু:ক্ষের রতন,
হরহামেশা করছি যতন,
আছে রাশি শোকের গাঁথা,
রুগ্ন দেহ, রুগ্ন মাথা,
আমার পানে সদায় থাকে কাল কেউটের চোখ।
০
হুজুর,আমি গাঁও -গেরামের লোক,
দুই কানি জমি আছে,
ভাংগা চালার বসত আছে,
ক্ষনেক আমি বানে ভাসি,
রোদ ক্ষরাতে শুকনো হাসি,
দিন যায়, বছর যায়, যায়না শুধু শোক।
০
স্যার,আমি গাঁও - গেরামের লোক,
মাটি বুকে ফসল ফলাই,
ধান,পাট,মাছ,কলাই,
কষ্ট হলেও হাসতে জানি,
দ্যাশের দায় নিতে জানি,
সবার তরে অন্ন যোগাই, যায়না আমার ভোখ।
০
মহারাজ, আমি গাঁও-গেরামের লোক।
দুইটা হালের গরু ছিলো,
মহাজনের দেনা ছিলো,
গেলো বছর বন্যা হলো,
ফসল-ফলন চুলোই গেলো,
তাই গোয়ালঘর শুন্য এখন,আছে শুধু শোক।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং