মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে গত কয়েকদিনের টানাবর্ষণে পুনর্ভবা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। সোমবার এই নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে নদীর তীরবর্তি নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ করেছে।
দিনাজপুর জেলার উপর দিয়ে প্রবাহিত ২১টি নদীর মধ্যে পুনর্ভবা নদী ও আত্রাই নদী শহরতলী দিয়ে প্রবাহিত। জেলা শহরের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত পূনর্ভবা নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করে করেছে।
পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কামার ঝাড়বাড়ী গুচ্ছগ্রাম পানিতে ডুবে গেছে। সোমবার জেলা প্রশাসক শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা পানিবন্দি গুচ্ছগ্রামটি পরিদর্শন করেছেন এবং তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান জানান, পুনর্ভবা নদীর পানি সোমবার (২৫ সেপ্টেম্বর-২০২৩) দুপুর থেকে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দিনকজপুরে গত ২৪ ঘন্টায় ১৯১ (একশত একানব্বই) মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তবে এর মধ্যে বৃষ্টিপাত না হলে নদীর পানি কমে যাবে বলে তিনি জানান।
দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ পানিবন্দী এলাকাগুলো পরিদর্শন করেছেন। এ সব এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক শাকিল আহমেদ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং