1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

হাল্ক হোগান ৭০ বছর বয়সে বিয়ে করলেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : শুনলে অবাকই হতে হয়! ৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন আমেরিকার প্রাক্তন পেশাদার রেসলার এবং হলিউড অভিনেতা হাল্ক হোগান। নিজের চাইতে ২৫ বছর কম বয়সী অর্থাৎ ৪৫ বছর বয়সী স্কাই ডেইলির সঙ্গে জুটি বেঁধেছেন ডব্লিউডিব্লিউিই এর এই তারকা। আমেরিকার একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ফ্লোরিডায় চুপিসারে চার্চে বিয়ে সারেন হাল্ক হোগান ও স্কাই ডেইলি। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন হাল্ক ও স্কাই। তবে বিয়েতে উপস্থিত ছিলেন না হাল্ক হোগানের ৩৫ বছর বয়সী কন্যা ব্রুক। জানা গেছে, এটি কিংবদন্তি এই রেসলারের তৃতীয় বিয়ে।
বিয়েতে হাল্ক হোগান একটি কালো রঙের টাক্সেডো ও মাথায় ব্যান্ডানা পরেছেন। আর ডেইলি সাদা রঙের চাকচিক্যময় গাউন পরেছেন। স্কাই ডেইলি পেশায় একজন শরীরচর্চার প্রশিক্ষক ও হিসাবরক্ষক। চলতি বছরের জুলাই মাসে তারা দু’জনে এনগেজমেন্ট করেছিলেন। ওই সময় হাল্ক ছয় ক্যারেটের ডায়মন্ড রিং দিয়ে ডেইলিকে ফ্লোরিডায় একটি রেস্টুরেন্টে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই আংটিটির দাম ছিল প্রায় এক লাখ মার্কিন ডলার।
জানা যায়, প্রায় এক বছর আগে দ্বিতীয় স্ত্রী জেনিফার ম্যাকড্যানিয়েলের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হাল্ক হোগানের। এরপরেই স্কাই ডেইলির সঙ্গে সম্পর্কে জড়ান। দ্বিতীয় স্ত্রী জেনিফারের সঙ্গে প্রায় ১১ বছর সংসার করেছিলেন তিনি। ২০১০ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এদিকে হাল্ক হোগানের প্রথম স্ত্রী ছিল লিন্ডা হোগান। ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তাদের দীর্ঘ ২৬ বছরের সংসার ছিল। দম্পতির দুই সন্তান। অন্যদিকে হাল্কের মতোই স্কাই ডেইলিরও এটি তৃতীয় বিয়ে। তার নয় বছর বয়সী এক মেয়ে এবং ১৪ ও ১৬ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে।

হাল্ক হোগান রেসলার হিসেবে দুনিয়ায় বেশ পরিচিত মুখ। তার আসল নাম টেরি বোলিয়া। ১৯৮০ এর দশকে জনপ্রিয় রেসলারদের মধ্যে হাল্ক অন্যতম ছিলেন। অনেকে তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা রেসলারদের একজন বলে বিবেচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং