বিশ্বকাপ যাত্রার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না করলেও বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দেশবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
শুধু বাংলাদেশ না, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ রয়েছে সবকটি দেশেরই। বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে।
৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে। আর ৫ তারিখ গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর।
বিশ্বকাপ ক্রিকেট: প্রস্তুতি ম্যাচ
বাংলাদেশ–শ্রীলঙ্কা
দুপুর ২টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ২, গাজী টিভি ও টি স্পোর্টস
নিউজিল্যান্ড–পাকিস্তান
দুপুর ২টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১
দক্ষিণ আফ্রিকা–আফগানিস্তান
দুপুর ২টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং