ঠাকুরগাঁওয়ের ভূল্লী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আলী, সদস্য ওমর ফারুক এর বিরুদ্ধে স্কুলের জমি জোরপূর্বক ভাবে দখলের চেষ্টা অভিযোগ উঠেছে।
শুক্রবার গভীর রাতে ভূল্লী থানার ৫১ নং কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচী ভেঙে ও গাছপালা কেটে ঘর স্থাপন করার সময় লাইটগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা সাংবাদিকতার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম চালিয়ে যাচ্ছে।
জানা যায়, ভূল্লী প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে তারা স্কুলের জমি দখলের চেষ্টা করে।
স্কুলের দাপ্তরিক কাম প্রহরী ইউসুফ আলী জানান, রাত ১২ টার পর স্কুলের পাশে শব্দ শুনতে পাই গিয়ে দেখি ৫ জন স্কুলের সীমানা প্রাচী ও গাছপালা ভেঙে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষনিক থানায় গিয়ে পুলিশকে বলি পুলিশ এসে ঘটনা স্থল পরিদর্শন করে। আমি প্রধান শিক্ষককে জানাই তিনি এটির ব্যবস্থা নিবেন।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী বাবু জানান, রাত ১২টার শব্দ পেয়ে বাসা থেকে বের হয়ে দেখি বাপ্পি, জহিরুল, সুজন, ফারুক সাথে আরেকজন ছিলো। তারা স্কুলের প্রাচী ভেঙে পালিয়ে যাছে। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা চলে যায়।
৫১ নং কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক, ননী গোপাল জানান, স্কুল ছুটি থাকায় আমি বাইরে আছি। যারা স্কুলের প্রাচী ভেঙে জমি দখলের চেষ্টা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
ভূল্লী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, সরকারি স্কুলের প্রাচীর ভাঙ্গা ছিল হয়নি। বিষয়টি নিয়ে যেন বাড়াবাড়ি না করা হয় অনুরোধ জানাচ্ছি। আমরা স্থানীয় ভাবে মিমাংসা করে ফেলবো।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), দুলাল উদ্দিন জানান, একটি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের জমি দখলের বিষয়টি অবগত হওয়ার সাথেই সেখানে পুলিশ পাঠানো হয়। ভূল্লী প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক জড়িত। জমি দখলের কোন অভিযোগ পেলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নিব।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, বিদ্যালয়ের জমি দখলের বিষয়টি আমি শুনেছি। যারা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং