পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলা হাফিজাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলামের বিরুদ্ধে নানান রকম অভিযোগের প্রেক্ষিতে অনাস্থা এনেছেন একই পরিষদের ৯ জন সদস্য। তারা প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অপসারনের জোর দাবি জানিয়েছেন।গত ২৭ সেপ্টেম্বর হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন বরাবর এক লিখিত আবেদনে এই দাবি জানান তারা।আবেদনপত্রে অনাস্থা জানিয়েছেন ইউনিয়নদ পরিষদের ১২ জন সদস্যের ৯ জনই। তারা হলেন- ৬, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য রুমানা খানম, ২ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের ইয়াসিন আলী, ৬ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী, ৪ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের আল মামুন, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য আঞ্জুমান আরা, ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ ও ৩ নম্বর ওয়ার্ডের মাহাতাব প্রধান।
আবেদনে জানানো হয় , ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম পরিষদ পরিচালনায় স্বেচ্ছাচারিতা করেন। অন্যান্য সদস্যদের সঙ্গে কোন রকম শলা পরামর্শ না করেই বিভিন্ন সিদ্ধান্ত তিনি একাই নেন। এছাড়া বেআইনিভাবে বিভিন্ন চিঠি গোপন করারও অভিযোগ করা হয় তার বিরুদ্ধে।৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাতাব প্রধান বলেন, ‘প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম তার খেয়াল খুশিমতো পরিষদ পরিচালনা করেন। যা কোন মতই কাম্য নয় তারকাছে।তার কর্মকাণ্ডে কোন সদস্যই সন্তুষ্ট না’। তাকে অনতিবিলম্বে অব্যহতি দেয়ার দাবি জানান তিনি।এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেকোন চিঠি চেয়ারম্যান এবং সচিবের নামে আসে। আমি কিভাবে গোপন করবো? আমার বিরুদ্ধে সবই ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম পরিষদের বিধি মোতাবেক কাজ করছেন এবং আমার জানামতে যেসব অভিযোগ করা হয়েছে সে গুলো সব বানোয়াট ও ভিত্তিহীন ।