নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ৬৪ শতাংশ নারী অনলাইনে হয়রানি ও যৌন সহিংসতার শিকার হচ্ছেন৷ তাদের অধিকাংশই এর প্রতিকারের জন্য পুলিশের কাছে যান না৷ যারা যান তাদের অধিকাংশই কোনো প্রতিকার পান না৷ এরকম সহিংসতা দিন দিন বাড়ছে৷ এ্যাকশনএইড বাংলাদেশ পরিচালিত ২০২২ সালের এক গবেষণা জরিপে এই তথ্য উঠে এসেছে৷
এবার চট্টগ্রামের এক তরুণীকে অনলাইনে যৌন হয়রানির অভিযোগ উঠেছে মোঃ মেহেদী হাসান মহাসিন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবক কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের আব্দুল করিম এর ছেলে বলে জানা যায়।
অনলাইনে যৌন হয়রানির শিকার ওই ছাত্রী অভিযোগপত্রে উল্লেখ করেন, Md. Mehedi Hasan Mohasin নামের ফেজবুক আইডির ব্যাক্তি আমার পরিচিত কেউ নন। কাজেই তার সাথে আমার কখনো কথা হয়নি। সাম্প্রতিক তিনি আমার ইনবক্সে মেসেজ দেয়া শুরু করেন। অপরিচিত হওয়ায় আমি তাকে মেসেজ না দেওয়ার অনুরোধ করি। কিন্তু দুঃখের বিষয় তার সাথে আমি কথা বলতে অনিহা প্রকাশ করার পরও আমার ইচ্ছার বিরুদ্ধে ০২ অক্টোবর ও ০৪ অক্টোবর আমার মেসেঞ্জারে পর্ণোগ্রাফির মতো অশ্লীল ভিডিও পাঠায় এবং নানা অশ্লীল বার্তা পাঠায়। এতে আমি মানসিকভাবে বিপর্যস্ত ও অপমানবোধ করি। আমি তার ফেজবুকের ফ্রেন্ড লিস্টে থাকা আরও ৩ তরুণীর সাথে কথা বলে জানতে পারি তিনি তাদেরও আপত্তিকর প্রস্তাব দিয়েছেন। এমনকি আমার মতো বাকিদেরও তিনি পর্নোগ্রাফির মতো অশ্লীল ভিডিও দিয়েছেন। অতএব, আমি সহ অন্যান্য মেয়েদের নিরাপত্তার স্বার্থে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
এবিষয়ে মেহেদী হাসান মহাসিন এর মতামত জানতে তার মুঠোফোনে কল দিলে সত্যতা স্বীকার করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার আরও সচেতন হওয়া প্রয়োজন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং