1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সূর্য বহুরূপী //  রিতুনুর জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান পঞ্চগড়ে দুই মামলার রায় আদালত চত্বরে হট্টগোল ঠাকুরগাঁওয়ে ‘গায়েবি’ মাদরাসার খোঁজে দুদকের অভিযান ছাত্রত্ব নেই কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে প্রতারণা ইউপি চেয়ারম্যানের পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি মান্নান সাধারণ সম্পাদক আসাদ চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে ডিসি এসপির মতবিনিময়

Shahidul islam shahid
  • প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে শুক্রবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শারদীয় দূর্গাপূজা ও জেলার আইনশৃঙ্খলা বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, পঞ্চগড় জেলার ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভায় এবার শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে ৩০২টি পূজা মন্ডপে। ৩শ ২টি পূজা মন্ডবকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। তিনটি ধাপের মধ্যে হল অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, সাধারণ পূজা মন্ডব। তিন ভাগে এসব পূজা মন্ডবকে নিরাপত্তা দেয়া হবে। র‌্যাবের ষ্টাইকিং ফোর্স, বিজিবির ষ্টাইকিং ফোর্স ছাড়াও পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশরা দায়িত্ব পালন করবে। এদেরকে সহযোগিতা করবে স্থানীয় পূজা মন্ডমের কমিটির সদস্যরা। আমরা শান্তি প্রিয়ভাবে যেন শারদীয় দুর্গাপূজা উৎযাপন করতে পারি। এজন্য সকলকে সহযোগিতা করতে হবে। কোন ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা করতে কেউ যেন না পারে এজন্য আপনারা সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে গত বছরের মহালয়ার দিনের মত এবার যাতে কোন বিশৃঙ্খলা বা দূর্ঘটনা না ঘটে এজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ রাখা হবে, সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল, ডুবুরি দল, লাইফ জ্যাকেট রাখা হবে। পর্যাপ্ত নৌকা রাখা হবে।
পুলিশ সুপার বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে একটি মহল নানান অপপ্রচারে লিপ্ত। অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান তিনি। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি জেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। বর্তমানে জেলা ও পুলিশ প্রশাসন গণমাধ্যম বান্ধব প্রশাসন হিসেবে কাজ করছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিরুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এস এ মাহমুদ সেলিম, আমির খসরু লাবলু, এ হোসেন রায়হান, মো. লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভায় জেলার পাঁচটি উপজেলার প্রায় একশ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। #
শহীদুল ইসলাম শহীদ
পঞ্চগড়। ০৬-০৯-২০২৩
০১৪০০৫৫১৯৬৭/০১৭১৩২০১৭৩৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং