————– রিতু নুর ————–
অনলাইনে মানুষকে দেখলে
মনে হয় কত না জানি সুখী,
মেসেঞ্জারে গেলে বুঝা যায়
তাঁরাই আবার দুঃখী।
কেউ বলে আমার ঘরে বউ অসুস্থ,
কেউ বলে নাই,
কেউ বলে আমার কিছু
টাকা ধার চাই।
কেউ বলে আমায় একটা
শার্ট কিনে দাও,
কেউ বলে আমাকে
প্রাইভেট সেক্রেটারি করে নাও।
তাইতো আমি ভয়ে
মেসেঞ্জারে যাই না,
সত্যি বলছি অন্তর থেকে
মেসেঞ্জার আমি চাইনা।
অনলাইনে আমার কাটে ভাই
অল্প কিছু লিখে,
মেসেঞ্জারটা মনে হয় একেবারে ফিকে।
জানিনা এভাবে মন
কতদিন অনলাইনে টিকে।
ইদানিং আবার সময় অসময়ে
লাইফ লাইন দেখতে যাই,
লাইলি মজনুর প্রেম প্রীতি সব দেখতে পাই।
মানুষের কাঁচা খাদ্য খাবার
খেতে দেখে বড্ড হাসি লাগে,
এসব দেখে নিজের
খাওয়ার রুচি কোথায় যেন ভাগে।