।। কাজল রেহমান।।
সারাদিন বৃষ্টি ছিলো।
কাল দিনমান বৃষ্টি হোক।
তুমি আমি, আমি তুমি,
মুষলিনী বৃষ্টিতে আটকে পড়ি থিতুস্থানে।
আকাশ চুইয়ে পড়া বৃষ্টি হোক,
কাকভেজা জলে ভিজে জ্বর আসুক।
হোক জ্বর, জ্বর নিয়ে
তুমি আমি, আমি তুমি,
আটকা পড়ি চারদেয়ালের ঘরে।
আশ্বিন সাতাহায় বন্দী দুজনে,
হয়তো কুজনে সমতলের কোন
ছাপড়া ঘরে।