–—— তানবিনা আকতার ——–
জানিনা তোমার প্রতি কেন এত টান কেন এত মায়া,
মনে হয় তোমার কাছে আমার সকল চাওয়া পাওয়া।
তুমি দূরে গেলেও আমারই কাছে থাকো,
কেন জানি রোজ আমায় তুমি পিছু ডাকো।
খেয়ালে বেখেয়ালে আমি তোমাকে চাই,
আড়াল থেকে আমি শুধু তোমাকে দেখে যাই।
কেন তুমি আমায় মায়ায় জড়ালে,
মায়ার বাঁধনে জড়িয়ে আমায় দূরে ঠেলে দিলে।
ডাকো যদি একবার,
আসবো ফিরে বহুবার।
গোছালো এই জীবন হলো অগোছালো,
আমি তো তোমায় চাইছি আবারো।
জীবনের খাতায় একটাই নাম লেখা,
সে তো তুমি আর তুমিতেই ঘেরা।