------- তানবিনা আকতার --------
জানিনা তোমার প্রতি কেন এত টান কেন এত মায়া,
মনে হয় তোমার কাছে আমার সকল চাওয়া পাওয়া।
তুমি দূরে গেলেও আমারই কাছে থাকো,
কেন জানি রোজ আমায় তুমি পিছু ডাকো।
খেয়ালে বেখেয়ালে আমি তোমাকে চাই,
আড়াল থেকে আমি শুধু তোমাকে দেখে যাই।
কেন তুমি আমায় মায়ায় জড়ালে,
মায়ার বাঁধনে জড়িয়ে আমায় দূরে ঠেলে দিলে।
ডাকো যদি একবার,
আসবো ফিরে বহুবার।
গোছালো এই জীবন হলো অগোছালো,
আমি তো তোমায় চাইছি আবারো।
জীবনের খাতায় একটাই নাম লেখা,
সে তো তুমি আর তুমিতেই ঘেরা।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং