———- রিতু নুর———-
আকাশে মেঘ কেটে গেছে
রাস্তায় চলছে টুনটান শব্দে,
রিক্সা মটর গাড়ি চলছে সারি সারি,
গতকালের ঝুম বৃষ্টির রেশ
আজও সবুজ পাতা বেয়ে
ফোঁটায় ফোঁটায় ঝরছে।
আমি বারান্দায় বসে,
কফির পেয়ালা হাতে উপভোগ করছি সব।
অনাহারী প্রজাপতিটা হঠাৎ উড়ে এলো,
আমার ডালিম গাছের দিকে
ভয় হচ্ছিল আমার
এইতো সেদিন একটা মাত্র কলি
সুবাস ছড়িয়ে গাছে দেখা দিয়েছে,
সব সময় আমি সেই কলিটি পাহারা
দিয়ে রাখি।
হয়তো আজ আর রক্ষা নেই
প্রজাপতি আলতো গোলাপি জিভের ছোঁয়ায়
টুপ করে মাটিতে লুটিয়ে পড়বে,
ডালিমের কলি আজি।
আমার একটা বিশাল পৃথিবী আছে
তবে আমার বিশাল কোন বারান্দাটা নেই,
ছোট এই বারান্দায় উদ্ভিদ জগতের
কিছু উদ্ভিদ আছে,
যা দেখে দেখে আমার সময় কাটে।
এখানে বসেই দৃষ্টি ছড়িয়ে দেই
আকাশের ঐ বিচিত্র নীল বুকে
জড়িয়ে রাখি নিজ সংসার থাকি সুখে।।