---------- রিতু নুর----------
আকাশে মেঘ কেটে গেছে
রাস্তায় চলছে টুনটান শব্দে,
রিক্সা মটর গাড়ি চলছে সারি সারি,
গতকালের ঝুম বৃষ্টির রেশ
আজও সবুজ পাতা বেয়ে
ফোঁটায় ফোঁটায় ঝরছে।
আমি বারান্দায় বসে,
কফির পেয়ালা হাতে উপভোগ করছি সব।
অনাহারী প্রজাপতিটা হঠাৎ উড়ে এলো,
আমার ডালিম গাছের দিকে
ভয় হচ্ছিল আমার
এইতো সেদিন একটা মাত্র কলি
সুবাস ছড়িয়ে গাছে দেখা দিয়েছে,
সব সময় আমি সেই কলিটি পাহারা
দিয়ে রাখি।
হয়তো আজ আর রক্ষা নেই
প্রজাপতি আলতো গোলাপি জিভের ছোঁয়ায়
টুপ করে মাটিতে লুটিয়ে পড়বে,
ডালিমের কলি আজি।
আমার একটা বিশাল পৃথিবী আছে
তবে আমার বিশাল কোন বারান্দাটা নেই,
ছোট এই বারান্দায় উদ্ভিদ জগতের
কিছু উদ্ভিদ আছে,
যা দেখে দেখে আমার সময় কাটে।
এখানে বসেই দৃষ্টি ছড়িয়ে দেই
আকাশের ঐ বিচিত্র নীল বুকে
জড়িয়ে রাখি নিজ সংসার থাকি সুখে।।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং