——————- 🖊এস.এম. জাহিদ চৌধুরী
সব মাছের রাজা ইলিশ,
বিবেকের কাছে নালিশ।
কেন ইলিশ হলো জাতীয় মাছে,
জনগণ ভিরতে পারেনা কাছে।
জাতীয় ফল গাছের কাঁঠাল,
কয়জনে খায় ভয়ে আঠাল।
আছে কি কোথা কাঁঠালের চাষ,
মেলে কি দেখা তার বারোমাস?
দোয়েল আবার জাতীয় পাখি,
দেখা তার মেলেনা খুলে আঁখি।
বিলুপ্তির পথে প্রাণের এ দোয়েল,
নামকরণ কমিটি কি করেছে খেয়াল?
জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার,
সুন্দরবনে আছে ত্রিশ, বাকিরা সাবাড়।
আর কিছু দেখা মেলে বন্দী চিড়িয়াখানায়,
মানুষের নির্মম ব্যবহার তাদের কাঁদায়।
জাতীয় ফুলের আসন শাপলার দখলে,
দেখা যায় কদাচিৎ জমা পুকুর ঝিলে।
বর্তমান প্রজন্ম দেখে শাপলা বইপাতায়,
একুশে শহীদ মিনার এ’ফুল নাহি পায়।
শাপলা আবার দেশের জাতীয় প্রতিক,
শাপলা দেখেনি লক্ষ হাজারো নাগরিক।
হাডুডু দেশের একমাত্র জাতীয় খেলা,
সামনে গেলে ঠেং ধরে পিছিয়ে ফেলা।
সমাজের চরিত্র তেজ এখানে দৃশ্যমান,
কেউ এগিয়ে গেলে হরন করে তার প্রাণ।
সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,
জাতীয় সঙ্গীতের এ’গান প্রাণে বাজাই বাঁশী।
নমঃ রবি ঠাকুর তোমারই এ অবদান নমঃ,
অন্যসব জাতীয় তত্ত্বকে গ্রহণ করিনি মম।
———————
খুলশী, চট্টগ্রাম
অক্টোবর ০৭, ২০২৩