---------রিতু নুর-----------
জীবনের অংক যেখানে জিরো
কি হবে সেখানে থেকে হিরো।
মুক্তি দাও হে পৃথিবী,
থাকতে চাইনা এই
ধরনীর বুকে,
এই পৃথিবী সবার জন্য
নয়তো সুখের।
যেখানে কষ্টে কষ্টে
আষ্টে পৃষ্টে জড়িয়ে
জীবন হয়েছে মরুর মত চড়,
সেখানে কার উপরে
করা যাবে আর নির্ভর।
খাদ্যর জন্য দ্বারে-দ্বারে যার
করতে হয় হতদরিদ্র সেজে কাকা,
কুকুরের পাশে হয় রাস্তায় থাকা।
ভাগ্যের কি নির্মম পরিহাস,
ওদের নিয়ে করবে না
কেউ উপহাস।
বুকের হাঁপরে ওঁদের কত কষ্ট
না জানি আছে জমা,
হে খোদা দয়ামায়া তুমি সবাইকে কর ক্ষমা।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং