-------নূরুল ইসলাম বিপিএম--------
তোমার আঁখিতেই সুখের স্বর্গ নাচে
শত প্রেমিকের শত স্বপ্ন জাগে মনে,
প্রকৃতির মতো নির্মল অবয়ব
শত হৃদয় চেয়ে থাকে তোমা পানে!
যা কিছু সুন্দর এ ভুবনের 'পরে
তার মাঝে অনন্যা তুমি একজন,
কুসুমে কমলে যেন অপার স্নিগ্ধতায়
জেগে আছে তোমার দু'টি নয়ন!
যুগে যুগে তোমারি সন্ধানে ছুটছে
প্রেমের গুঞ্জনে ব্যাকুল পিয়াসী মন,
তারা ভরা রাতে জোছনা আলোতে
তোমায় খুঁজে চলে-
বুকে লয়ে বসন্ত শিহরণ!
তুমি যুগে যুগে এক অনন্তের প্রেয়সী
প্রেম নিবেদন চলে তাই
তোমার চরণ যুগল তলে,
প্রেমহীন অচল-অসার জীবন
এ প্রেমালয়ে প্রেমিকজন
সে কথাই যায় আজন্ম বলে!
তুমি তো স্বর্গ থেকেই প্রেমিকা হয়ে
হাতে হাত রেখে এসেছো এ ধরায়,
তাই তো যুগে যুগে
প্রেমিক জন তোমা পানে চেয়ে
চির প্রেমিক হয়ে যায়।
তোমার প্রেমের অপার অমৃত সুধায়
যুগে যুগে প্রেমিক জন
পেয়েছে খুঁজে শান্তির ঠিকানা,
তাই তো মরেও ফিরে আসার আকুতি
এ তোমারি প্রেম সুধার বাসনায় চির বন্দনা!
০৫ অক্টোবর ২০২৩ খ্রিঃ
বসুন্ধরা আবাসিক এলাকা,ঢাকা।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং