রহিম শুভ ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা শাপলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিভাবক, স্থানীয় ও বর্তমান সভাপতিকে না জানিয়ে মেয়াদ শেষ হওয়ার পূর্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপন আতাতের মাধ্যমে কোন সভা ছাড়াই একটি পকেট কমিটি গঠন করেন। এই কমিটি অনুমোদনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠিয়েছেন। এদিকে এ বিষয়টি জানাজানি হলে বর্তমান বিদ্যালয়ের সভাপতি ৩ নং আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
সরেজমিন বিদ্যালয়ে গেলে দেখা যায়, বিদ্যালয়ের বর্তমান সভাপতি, অভিভাবক ও স্থানীয়রা এসবের কারণ জানতে বিদ্যালয়ে জড়ো হয়েছেন। তারা এই পকেট কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ঘোষনার দাবি করেন।
অভিভাবক নন্দী কুমার বর্মন বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কথা। কিন্তু বর্তমান সভাপতি ও অভিভাবকদের কাউকে না জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালি কুমার গোপনে আতাত করে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষা অফিসে মনগড়া একটি কমিটি জমা দেন। যা নিন্দনীয়। আমরা এই কমিটি মানি না। এই মন গড়া কমিটি বিলুপ্ত চাই।
আরেক অভিভাবক ফারুক হোসেন বলেন, আমাদেরকে না জানিয়ে কেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই কাজটি করলেন। ৩/৪ জন অভিভাবক সব আমাদের বাচ্চার কি পড়ে না স্কুলে তাহলে কমিটি হবে আমার কেন জানবো না। আমরা চাই সবার সম্মতিতে কমিটি হোক, এবং এই মনগড়া নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হোক।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালি কুমার বলেন, এটা আমাকে পিজাইডিং অফিসার করতে বলছে। আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পথ থেকে অব্যাহতি প্রধান করছি।
বর্তমান সভাপতি সুব্রত কুমার বর্মন বলেন, নতুন কমিটি গঠন হয়েছে এটা আমি জানি না। গঠনতন্ত্র অনুযায়ী আমাকে না জানায় এই কমিটি কেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করলেন এটা আমি জানতে চাই। যেহেতু আমার মেয়াদ ১৬ নভেম্বর পর্যন্ত আছে। অভিভাবকরা অনেকে আমার কাছে অভিযোগ করছেন তারা এই পকেট কমিটি মানেন না। বিষয়টি নিয়ে কি করা যায় আমরা দেখছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বলেন, বর্তমান বিধি মোতাবেক কমিটির মেয়াদ শেষ হবার এক মাস পূর্বে নির্বাচন করতে হয়। নির্বাচনী তফসিল প্রধান শিক্ষকের মাধ্যমে নোটিশ বোর্ডে টানানো এবং ক্লাশে ক্লাশে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়ার কথা। কিন্তু প্রধান শিক্ষক তা করেছেন কিনা আমি জানিনা। যদি এই সব নিয়ম না পালন করেন তবে নতুন কমিটি বিলুপ্ত করা হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং