ঠাকুরগাঁও প্রতিনিধি। । ঠাকুরগাঁয়ে রুহিয়ায় ইহুদীবাদী ইজরাইলের আক্রমণে ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলায় বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ই অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর রুহিয়া কেন্দ্রীয় শহর চৌরাস্তায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার জামেয়েতে হিযবুল্লা আলহাজ্ব সুফি আব্দুল গণি সাহেবের সভাপত্বিতে বক্তব্য দেন মাওলানা মুঝাহারল ইসলাম প্রিন্সিপাল রুহিয়া সালেহিয়া ফাজিল মাদ্রাসা।
এই সময় বক্তারা বলেন এই পৃথিবীর মানচিত্রে ইজরাইল নামে কোন রাষ্ট্র ছিল না। ফিলিস্তিনি রাষ্ট্রে তারা তাবু টানে আশ্রয় গ্রহণ করে এক পর্যায়ে ফিলিস্তিনি রাষ্ট্র ক্রমাগত ভাবে দখল করে ইজরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আজ তারা পরজীবী হয়ে ফিলিস্তিনি রাষ্ট্র ধংস করার জন্য মেতে উঠেছেন। ইহুদীরা আজ ফিলিস্তিনিদের মুসলমানদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। পাখির মত ফিলিস্তিনিদের হত্যা করছে। নারী পুরুষ শিশু সহ কেউ রেহাই পাচ্ছে না। আজকে তারা বিমান হামলা রকেট হামলা ও ড্রোন হামলা করছে এই হামলার তীব্র প্রতিবাদ করছি। আজ সমগ্র বিশ্বের মুসলমানের এক হয়ে নিরহ ফিলিস্তিনিদের পাশে থাকার আহবান জানাচ্ছি।
এই সময় মাওলানা আব্দুল মোকছেদ, হাফেজ মাওলানা জাকির হোসেন,মাওলানা মহিরুল ইসলাম আরবি প্রভাষক সিদ্দিকুল ইসলাম ঢাকা দারুননাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল্লাহিল গাজী মুহাঃ লাবিব বক্ত্যব দেন।