-------নুরুল্লাহ কামিল-------
ত্বহা বাবু ত্বহা বাবু,
বাবালা বলে ডাকো!
নতুন নতুন খেলনা কিনে,
ভেংগে শুধু রাখো।
মিষ্টি করে হাসি দিয়ে,
মন ভুলিয়ে দাও।
ছোট্ট ছোট্ট কথা বলে
পার্কে যেতে চাও..!!
ত্বহা বাবু ত্বহা বাবু
মারো শুধু ঢপ...!!
বাড়িঘর ওলট পালট তোমার,
পান্ডাটাতেই করে নাকি সব!
ছোট্ট করে ধমক দিলে
তুমি হও হেসেই কুটি কুটি।
খাবলা দিয়ে তুলে নাও
সব নুডু দাবার গুটি!
রেগে গিয়ে যখন তোমায়
আম্মু দেয় ডাক..!
তুমি তখন লক্ষীসোনা
হও শুধু অবাক।
ত্বহা বাবু ত্বহা বাবু
খাবার দেখলেই দৌড়.!
নানান কাজে ব্যাস্ত সে
সারা দিনভর।
খায় শুধু ভাত সাথে ডিমের সাদা অংশ
চকলেট চিপস পেলে তো সাথে সাথেই ধ্বংস!
ত্বহা বাবু ত্বহা বাবু
মাতিয়ে রাখ বাসা!
তোমায় নিয়ে আমার মনে
বড্ড বেশি আশা।
আমি যখন বাসায় যাই
তুমি আদর দিয়ে দাও
দোয়া করি বাবা তুমি
অনেক বড় হও।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং