পঞ্চগড় প্রতিনিধি।। ফিলিস্তিনের গাজায় ইসরাইলী আগ্রাসন, দখলদারীত্ব মুলক আচরণ, হামলা ও স্বাধীনতাকামী মানুষের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পরে জেলা শহরের বিভিন্ন মসজিদ হতে ছোট ছোট মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় জড়ো হতে থাকেন মুসল্লীরা। পরে সেখানে থেকে ইমান আক্বিদা রক্ষা কমিটি ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় শাখার সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সদর থানার আহ্বায়ক রবিউল ইসলাম, বকুলতলা জামে মসজিদের ইমাম শাফি উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনের উপর ইহুদী রাষ্ট্র ইসরাইল অমানবিক হামলা চালাচ্ছে। তারা অবৈধভাবে গাজা দখল করে মুসলমানদেরকে হত্যা করছে। মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসা দখল করে রেখেছে। সমাবেশে বক্তারা দাবী করেন বিশ্বের বিভিন্ন দেশ ইসরাইলকে যেন সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। জাতিসংঘ যেন ফিলিস্তিনের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে দ্রুত পদক্ষেপ নেয়।
বক্তারা সরকারের প্রতি অনুরোধ করে বলেন, প্রয়োজনে ফিলিস্তিনের মুসলমানদের রক্ষায় সেনা পাঠানো হোক।
পরে ফিলিস্তিনের মুসলমানসহ বিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
মিছিলে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দল এবং বিভিন্ন মসজিদের মুসল্লীরা অংশ গ্রহণ করেন।
শহীদুল ইসলাম শহীদ
পঞ্চগড়- ১৩-১০-২০২৩
০১৭১৩২০১৭৩৭/০১৪০০৫৫১৯৬৭
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং