সুনামগঞ্জ প্রতিনিধি।। আওয়ামীলীগ ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ,নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন,দ্রব্যমূল্যের উধর্ব প্রতিরোধ এবং দূর্নীতি ও লটপাঠ বন্ধের দাবেিত সুনামগঞ্জে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিণারের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট এনাম আহমেদর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজালাল সুমনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কিমিটর সাধারনসম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান,জেলা কমিটির সাবেক সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার,জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট মাসুক মিয়া,মহিলা পরিষদের সভানেত্রী গৌরী ভট্রাচার্য্য,এ্যাডভোকেট রুহুল তুহিন,রমেন্দ্র কুমার দে,এ্যাডভোকেট ক্ষিতিশ রায় ভানু,চন্দন কুমার দাস,মানব চৌধুরী,দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়,এ্যাডভোকেট খলিল রহমান,জেলা উদীচীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,যুব ইউনিয়নের আবু তাহের,ছাত্র ইউনিয়নের আসাদ মণি,দ্বিপাল ভট্রচার্য্য,দেওয়ান গিয়ার চৌধুরী,সনদ্বীপ দে প্রমুখ।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কিমিটর সাধারনসম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন বর্তমান ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার দেশের সম্পদ যেভাবে লুটপাঠ ও পাচার করে যাচ্ছে তাতে দেশে যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম বেড়েছে তাতে দেশের শ্রমজীবি ও মেহনতি মানুষরা কর্ম হারিয়ে অনহারে দিন কাটাচ্ছে। তিনি অবিল¤ে ^সরকারের পদত্যাগ দাবী করে একটি নির্দলীয় তদারকি সরকারের সিকট ক্ষমতা হস্তান্তর করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান। ##
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং