1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগমারায় ধর্ষনের ঘটনায় গ্রাম্য শালিস থেকে পালিয়ে গেছে অভিযুক্ত ধর্ষক পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে এক প্রক্সি পরীক্ষার্থী আটক ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী  সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! রাজশাহীতে মিথ্যা মামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ  ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশন’র কমিটি গঠন বাগমারায় লাহার আলী হাফেজিয়া ক্বারিয়ানা ও এতিমখানা মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ওসি’র বিরুদ্ধে হয়রানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করায় সড়ক অবরোধ থানা ঘেরাও  ইক্ষু খামার থেকে অপহৃত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সাংবাদিক আটক করায় – তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের

পাকিস্তানের বিপক্ষে বড় ভুল করে বসলেন কোহলি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

ঝড় প্রতিবেদন।। ভুল জার্সি পরে শচীন টেন্ডুলকারের সঙ্গেও কথা বলতে দেখা গেছে কোহলিকে।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচ। সেখানেই বড় ভুল করে বসলেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। ভুল জার্সি পরে মাঠে নামলেন তিনি। গোটা দলের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ও তাকে অন্য জার্সি পরে থাকা অবস্থায় দেখা গেছে। কী করে ভুলটা হলো তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হয়ে যাওয়ার পর ম্যাচ শুরুর আগে দু’দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে জাতীয় সঙ্গীতের জন্যে দাঁড়িয়েছিলেন। তখনই দেখা যায়, কোহলির জার্সির কাঁধের কাছে তিনটি সাদা রঙের ‘স্ট্রাইপস’ রয়েছে। বিশ্বকাপে ভারতের যে বিশেষ জার্সি তৈরি হয়েছে, সেখানে এই সাদা রঙের স্ট্রাইপস নেই। সেটি জাতীয় পতাকার রঙের করা হয়েছে।
জাতীয় সঙ্গীত চলাকালে দেখা যায়, কোহলির জার্সির কাঁধের কাছে তিনটি সাদা রঙের ‘স্ট্রাইপস’ রয়েছে।
কোহলি সেই জার্সি পরে মাঠেও নেমে পড়েছিলেন। মাঝে জাতীয় সঙ্গীতের পর কিংবদন্তী ব্যাটার শচীন টেন্ডুলকারের সঙ্গে খোশগল্প করতেও দেখা যায় কোহলিকে। শচীনকে বুকে জড়িয়ে ধরেন। তারপরে মাঠে নেমেও পড়েন। ম্যাচ শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে কোহলিকে কেউ ভুল জার্সি পরার ব্যাপারটি ধরিয়ে দেন। এরপর জার্সি বদলাতে মাঠ ছেড়ে উঠে যান কোহলি। তখন ফিল্ডিং করতে নামেন ঈশান কিষাণ। কোহলি মাঠে ফিরে এলে তিনি উঠে যান।
তবে অনেকেই এতে কোহলির ভুল দেখতে পাচ্ছেন না। কারণ, যে কোনো ম্যাচের আগে ক্রিকেটারদের জার্সি তাদের নির্দিষ্ট করে দেওয়া জায়গায় রেখে দেন দলের কিট ম্যানেজার। ক্রিকেটারেরা ওয়ার্ম-আপের পর সেই জার্সিই পরে নেন। এ ক্ষেত্রে কিট ম্যানেজারই কোনোভাবে ভুলটি করেছেন বলে অনেকের ধারণা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং