বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দুওসুও কলেজপাড়া কেন্দ্রীয় মন্দির মাঠে উপজেলা পূজা উদযাপন পরিষদ এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনোদ চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে এতে ধর্মীয় বক্তা ছিলেন রংপুর সংস্কৃত কলেজের অধ্যক্ষ পন্ডিত স্বপন কুমার রায়।
অন্যান্যদের মধ্যে জেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম, ঠাকুরগাঁও হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু, চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বাবু, ধনতলা ইউপি চেয়ারম্যান সমর চ্যাটার্জী নুপুর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুকান্ত রাম প্রমুখ এতে বক্তব্য দেন।
এ সময় উপজেলার ৮ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকসহ ৬৩টি দুর্গা মন্ডপ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং