–——-আশিক রাহিম ———-
যখন আমার যৌন বিস্ফোরণ হলো
তখন থেকেই আমি বোধনিষ্ঠ
বুঝতে পারলাম আমি মানুষের নজর বন্দি হয়ে আছি,আমার—
পূর্ণ বুদ্ধিবৃত্তির বিকাশে তারা বাঁধা দিয়ে আমাকে ঠেলে দিলো
বৈষম্যের দিকে,আমার মাথায় ঢুকিয়ে দিলো অস্তিত্ব রক্ষার—
সংগ্রাম,আর জৈবিকতাকে পিষে দিলো জাগতিকতার ছাঁচে
আহারে আমার বিশুদ্ধ ও নিষ্পাপের নিষিদ্ধ শৈশব
তোমার মাথায় আমার যৌন বিস্ফোরণ
যখন তোমাকে হারালাম তখন থেকেই খুঁজছি বোধের উৎসব
দেউলিয়া হয়ে উড়ে গেছি ভেতরের আকাশে।পদ্মা,মেঘনা,কর্ণফুলীর—
তীর ধরে আছড়ে পড়েছি ভাবসাগরে, পেয়েছি অন্তরতোরণ
পাঁচফোড়ন মন লিঙ্গ বুঝতে গিয়ে হয়ে গেছি বিরল প্রাণী
এখন আর মানুষ হতে পারব না জানি!