ঝড় প্রতিবেদন।। পটুয়াখালীর বাউফলে মা ইলিশ মাছ বিক্রিকালে তিনজনকে আটক করে জরিমানার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর উপস্থিতিতে পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবিরকে (৪৫) আটক করেছে পুলিশ ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. বশির গাজী জানান, চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে তারা নিয়মিত মাছ বাজার মনিটরিং করেন। একইভাবে শনিবার কালিশুরির কুমারখালী মাছ বাজার পরিদর্শনে যান। এ সময় তিন ব্যবসায়ীর কাছে মা ইলিশ পাওয়া গেলে তাদের আটক করা হয় এবং তাদের জরিমানার আওতায় নেওয়া হয়। এ সময় হঠাৎ স্থানীয় এক ব্যক্তি এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মাছ ও আসামিদের নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে অভিযুক্ত মাছ ব্যবসায়ীদের আটক করা সম্ভব হয়নি।