পঞ্চগড় প্রতিনিধি।। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পঞ্চগড়ে অনশন কর্মসূচী পালন করেছে বিএনপি। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সোনালি ব্যাংক চত্বরে এই কর্মসূচী পালিত হয়। জেলা বিএনপি আয়োজিত অনশনে পাঁচ উপজেলার নেতা কর্মীরা অংশ নেয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনশন কর্মসূচীর আলোচনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুগ্ন আহ্বায়ক তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট আদম সুফি, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল পাটোয়ারীসহ জেলা ও উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন ও বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এসময় বলেন, শেখ হাসিনার সময় শেষ হয়ে এসেছে। আওয়ামী লীগের নেতারা উল্টা পাল্টা কথা বলা শুরু করেছেন। ১৮ তারিখের পরে বৃহত্তর আন্দোলন শুরু হবে। বৃহত্তর আন্দোলনে যোগ দেয়ার জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
পরে অনশন কর্মসূচীতে উপস্থিত স্থানীয় আইনজীবী ও সাংবাদিকরা কলা ও জুস খাইয়ে অনশন ভাঙ্গান।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং