মোঃ মামুন হোসাইন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালীর কুয়াকাটায় ১কেজি গাজা ও ২০৩ পিস ইয়াবাসহ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আমির গাজী (৫৩) ও নুরজামাল হাওলাদার (৪৫) নামে দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের নবীনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আমির গাজী ও নুরজামাল হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের নবীনপুরে আসামি আমীর গাজীর বসত ঘরের মধ্যে মাদক বেচাকেনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খাঁন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদক কারবারিদের কোনো ছাড় নয়, মাদকের সাথে কোনো আপোষ নয়। মহিপুর থানা এলাকাকে মাদক মুক্ত রাখতে, মহিপুর থানা পুলিশ সর্বদাই কঠোর অবস্থানে রয়েছে।
আসামিদের শনিবার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং