1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সূর্য বহুরূপী //  রিতুনুর জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান পঞ্চগড়ে দুই মামলার রায় আদালত চত্বরে হট্টগোল ঠাকুরগাঁওয়ে ‘গায়েবি’ মাদরাসার খোঁজে দুদকের অভিযান ছাত্রত্ব নেই কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে প্রতারণা ইউপি চেয়ারম্যানের পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি মান্নান সাধারণ সম্পাদক আসাদ চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। ‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ প্রতিপ্রাদ্য নিয়ে রবিবার পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলি সমাজসেবা কার্যালয় যৌথভাবে পঞ্চগড়ে র‌্যালি, আলোচনা সভা ও দৃষ্টিহীনদের স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা বিতরণ করা হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। সেখানে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আজাদ জাহান কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধীর হাতে স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আজাদ জাহান বলেন, দৃষ্টিহীন মানুষের অধিকার আদায়ের দিন। সাদা ছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ১৫ অক্টোবর দিবসটি পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি।’ দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে থাকে, যাতে যারা চোখে দেখে তারা যাতে তাদের চলাচলে সহযোগিতা করে। নিরাপদে সড়কে ও অন্যান্য স্থানে চলাচলের সুযোগ করে দেওয়ার প্রতীক হিসেবে সাদাছড়ির ব্যবহার হয়ে থাকে। কিন্তু দেশের বেশির ভাগ রাস্তা-ফুটপাত এই ছড়ি নিয়ে চলাচলের উপযোগী নয়। এতে শতভাগ সুফল পাচ্ছে না দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা। ‘যারা চোখে দেখতে পায় না, সাদা ছড়ি তাদের চোখ। কিন্তু আমাদের সাদা ছড়ি ব্যবহারের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ বাড়াতে হবে। শহরের হাঁটার রাস্তায় খুঁটির ব্যবহার, খোলা ম্যানহোল, চৌমুখী রাস্তা, ব্রেইল গাইড, শহরে অবকাঠামো, রাস্তা ও ফুটপাত নির্মাণ দৃষ্টিপ্রতিবান্ধবভাবে করতে হবে। ডিজিটাল সাদা ছড়ির পাশাপাশি দেশে টেকসই ও উন্নতমানের প্রচলিত সাদা ছড়ি তৈরি করতে হবে।’ স্মার্ট সাদা ছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের পা থেকে মাথা বরাবর যে প্রতিবন্ধকতা থাকবে, তা জানিয়ে দেবে। যে গর্ত থাকবে, তার গভীরতা বেশি না কম সেটাও জানা যাবে। হিউম্যান ডিটেক্টর বোতাম চালু করলে নিরাপত্তার বিষয়টিতেও সংকেত পাওয়া যাবে।’
সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা বিভাগের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী, শহর সমাজ সেবা কর্মকর্তা ওয়ালিউল হক, প্রতিবন্ধী কেন্দ্রের চিকিৎসক দীপক কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলামসসহ কয়েকজন প্রতিবন্ধী বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং