অর্থনৈতিক প্রতিবেদক।। লোকসান কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের। ২০১৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির চলতি বছরের জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
রোববার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্যমতে, নতুন অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। ২০২২ সালের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৩ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ার প্রতি লোকসান কমেছে ২৩ পয়সা।
চলতি বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৮ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ২৮ টাকা ৮৮ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানির সেলস বেড়েছে ১৩ দশমিক ৪১ শতাংশ, কস্ট অব সেলস বেড়েছে ১২ দশমিক ৭ শতাংশ এবং নন অপারেটিভ প্রফিট বেড়েছে ১০২ দশমিক ৯৬ শতাংশ। এ কারণে লোকসান কমেছে।
কোম্পানিটি ৩০ জুন ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ১১৮ কোটি ৬৬ লাখ ৭ হাজার টাকার পরিশোধিত মূলধনী কোম্পানির শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০টি। রোববার প্রতি শেয়ার সর্বশেষ বিক্রি হয়েছে ২৭ টাকা ৪০ পয়সায়।