ঝড় প্রতিবেদন।। ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানবের হাইভোল্টেজ ম্যাচ দেখতে হাজির হয়েছেন আনুশকা শর্মা। দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন চলছে—তার মধ্যেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে আহমেদাবাদে পৌঁছলেন কোহলি পত্নী। বাইশ গজের মাঠে দর্শকদের চোখ ম্যাচের দিকে থাকলেও গ্যালারিতে নজর কেড়েছেন আনুশকা শর্মা।
এদিকে এদিন আরেকটি বিষয় নজর কেড়েছে আনুশকা-ঋতিকার পাশাপাশি অবস্থান। ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল কোহলি পত্নী আনুশকার সঙ্গে রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সচদেবের সম্পর্ক ভালো নয়। যার জল গড়িয়েছিল বিরাট-রোহিতের সম্পর্কেও।
টিম ইন্ডিয়ার এই দুই খেলোয়ারের ইগোর লড়াইয়ের খবরও প্রকাশ্যে এসেছে একাধিকবার। এবার আহমেদাবাদে ভারত-পাক ম্যাচের গ্যালারিতে দেখা গেল বিরল দৃশ্য। অনুষ্কার পাশে বসে ম্যাচ দেখছেন ঋতিকা। তবে আরেকটি বিষয় নজর কেড়ছে টিভির পর্দায়। কী সেটা?
ক্যামেরা দেখেই আরও যেন সচেতন হয়ে উঠলেন কোহলিপত্নী। ঢিলেঢালা পোশাক থাকলেও পেট ঢাকতে দেখা গেল আনুশকাকে। আর সেই বিষয়টি নজর এড়ায়নি দর্শকদেরও। তার পর থেকেই অভিনেত্রীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আরও জোরাল হতে শুরু করেছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং