মোঃ জাহিদ হোসেন, , দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মজিবর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশও দিয়েছেন বিচারক।
সোমবার (১৬ অক্টোবর-২০২৩) সকাল ১১টায় দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় প্রদান করেন।
দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রবি এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ অক্টোবর সন্ধ্যায় পারিবারিক কলহের কারণে স্ত্রী কহিনুর বেগমের সাথে মজিবর রহমানের ঝগড়া করেন।
পরে তাদের সন্তানরা এগিয়ে এসে তাদের ঝগড়া বন্ধ করান। পরে রাতে খাওয়া-দাওয়া শেষ করে সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন।
রাতে স্ত্রী কহিনুর বেগমকে জবাই করে হত্যা করেন স্বামী মজিব রহমান। পরদিন ২৬ অক্টোবর ভোর সাড়ে ৬টায় নিহত কহিনুরের ভাই জিয়াউর রহমানকে ফোন দিয়ে মজিবর রহমান বলেন, “আমি ফাটা কেষ্ট, তোমার বোনকে খুন করিয়াছি, লাশ দাফনের ব্যবস্থা কর”। খবর পেয়ে মজিবর রহমান ও নিহতের ছেলে বাবু মিয়া, সুজন ও আব্দুল হালিম ঘটনাস্থলে এসে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এই ঘটনায় নিহতের ছেলে বাবু মিয়া বাদী হয়ে পিতা মজিবর রহমানকে আসামী করে পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পিপি রবিউল ইসলাম বলেন, “সমস্ত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিকে আজকে বিচারক এই রায় প্রদান করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট। এটি হত্যা মামলায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং